মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী
রাজস্হলী উপজেলার বাংগালহালিয়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সোমবার সকাল ৭.৩০টায় বাঙ্গালহালিয়া বাজার প্রদক্ষিণ করে বাঙ্গালহালিয়া কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বাঙ্গাল হালিয়া ইউনিয়ন বিএনপি উদ্যােগে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ৫২’র ভাষা শহীদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঙ্গাল হালিয়া ইউনিয়ন শাখার সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদকমোঃ আইয়ুব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সেলিম, ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির, জয়ধন তংচংগা, নিপতি দে, সাধারণ সম্পাদক জামাল, আলমগির, সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদলের সভাপতি জুনায়েদুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।