মোঃ শাহিন হাওলাদার মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর
মির্জাগঞ্জে কেক কেটে উপজেলা প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি মোঃ মনিরুল ইসলাম এর ৪৭ তম শুভ জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে উপজেলা প্রেসক্লাবে, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলামের ৪৭ তম শুভ জন্মদিনের কেক কাটা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক মোঃ আনোয়ার জোমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ আল আমিন প্রিন্স, এস কে মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসান খান, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি মোঃ সুজন, উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ শাহীন হাওলাদার,মোঃ মনিরুজ্জামান পল্লব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মোঃ মনিরুল ইসলাম বলেন,আমার জন্মদিনের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, এবং যারা ফেসবুক, মেসেঞ্জার, ইমু ও অন্যান্য মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সকলকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলে আমার জন্য দোয়া করবেন।