দ্বীপজয় সরকারঃ
ভাষা শহীদ ও সৈনিকরা বাঙালির গর্ব বলে উল্লেখ করেছেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি হাসান মাহমুদ।
তিনি এক সাক্ষাৎকারে বলেন, একটি ভাষা প্রতিষ্ঠার জন্য যে মানুষ প্রাণ দিতে পারে বাঙালিরা সেটা দেখিয়ে দিয়েছিলো। অন্যায়ের বিরুদ্ধে বাঙালি কতটা সোচ্চার তা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে প্রমাণ দিয়েছে বাঙালিরা। বাংলা ভাষাকে বিশ্ব দরবারে মাথা উচু করে পরিচিত করিয়েছে।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়।অন্যায়ের সাথে আপোষ না করে এগিয়ে যেতে হয়। আমাদের সকলের উচিত একুশ থেকে শিক্ষা গ্রহণ করে মাদক, সন্ত্রাস থেকে দেশকে মুক্ত করে বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রাষ্ট্রকে ডিজিটাল ও সোনার বাংলা গড়ে তোলা।
সবশেষে তিনি আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।