উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় দেশীয় অস্ত্রের আঘাতে পলাশ সেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের পিতার নাম আফজাল শেখ। তাদের বাড়ি রাড়িপাড়া ইউনিয়নের চন্দ্র পাড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর বাজার এলাকায়।
২৯ অক্টোবর রাত ৮ টার দিকে নিজেদের মধ্যে কোন্দলের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে নিহত যুবকের স্ত্রী আমাদের জানান, চন্দ্রপাড়া এলাকার সালাম শেখের ছেলে শিমুল শেখ (৩২) ও মাকফুর শেখ (২৬) এবং একই গ্রামের জালাল শেখের ছেলে আকবর শেখ (৪৮) তাকে বাড়ি থেকে দোকানের কাছে ডেকে নিয়ে সায়েব আলী শেখের ছেলে রব শেখ ও কবির শেখের নেতৃত্বে সোহবান মোল্লার ছেলে রুপা মোল্লা,করম শিকদারের ছেলে কুটাই শিকদার, মাহাতাব শিকদারের ছেলে শিরাজ শিকদার, ছালাম শেখের ছেলে শিমুল শেখ, সোহবান শেখ সহ ১৫ জনের মতো মিলে তাকে কুপিয়ে হত্যা করেছে।
নিহত যুবককের ১২ বছর বয়সী ১ মেয়ে ও ৭ বছর ও ৫ বছর বয়সী ২ ছেলে রয়েছে। নিহত পলাশ শেখ রব শেখের আপন ভাগিনা।
প্রত্যক্ষদর্শী ও তার নিকট আত্মীয়রা বলেন, কথা কাটাকাটির জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এ সময় তিনি গুরুতর আহত হয়। পরবর্তীতে কচুয়া থানা পুলিশের সহায়তায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানা পুলিশের মাধ্যমে জানা যায়, আগামীকাল ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি রয়েছে।