মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদেশে ভাল চাকরীর প্রলোভন দেখিয়ে মোঃ শরিফ নামে এক আদম বেপারী নিরীহ ৩ যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তারা বিদেশ থেকে কোন রকমে প্রাণে বেঁচে দেশে ফিরেছেন। গতকাল ২৭ অক্টোবর (রবিবার) প্রতারিত হওয়া ৩ যুবক ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলামের কাছে শরিফের বিরোদ্ধে লিখিত অভিযোগ দাখিল করে। অভিযুক্ত শরিফ উপজেলার কল্পবাস গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪/৫ মাস পূর্বে মোঃ শরিফ সৌদিআরবে কোম্পানীর চাকুরীর কথা বলে একই বাড়ির আলী আহাম্মদের ছেলে মোঃ রাকিবুল ইসলামের কাছ থেকে সাড়ে ৪ লক্ষ টাকা, একই এলাকার খোরশেদ আলমের ছেলে মোঃ রাজিব ও জয়দল হোসেনের ছেলে সাইফুল ইসলামের কাছ থেকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা করে নেয় শরিফের বাবা রমিজ উদ্দিন। ভালো চাকরির আশায় সৌদি আরবে গেলেও তাদেরকে সাপ্লাই কোম্পানীর কাছে বিক্রি করে দেয় শরিফ।
ঐ কোম্পানীতে তাদেরকে কোনো ভাবে থাকার ব্যবস্থা করে দিলেও খাবার ও কাজের ব্যবস্থা করে দেয় নাই। এতে আর্থিক ও মানষিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে তারা। শরীফ কে বিষয়টি অবগত করলে সে কোন ধরণেন যোগাযোগ ও খোঁজ খবর নেয় না। এ বিষটি তার বাবা ও মায়ের কাছে জানালে তারা গালমন্দ করে। বিষয়টি এলাকার গণ্যমান্য লোকজন শরিফের পিতা জয়দল হোসেকে জানালে সে এ বিষয়ে কর্ণপাত করেন না। এ বিষয়ে ভুক্তভোগীরা শরিফ ও তার বাবা রমিজ উদ্দিনের কাছে ক্ষতিপূরণ ও বিচার দাবি করে।
এ ব্যপারে আদম বেপারী শরিফের বাবা রমিজ উদ্দিন বলেন, আমার ছেলে তাদেরকে বিদেশে পাঠিয়েছে ঠিক কিন্তু আমরা তাদের ক্ষতিপূরণ দিব কেন। তারা কাজ না করে দেশে চলে আসলে দায় দায়িত্ব তাদের।