মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান অবৈধ ভারতীয় মালামাল (মোবাইল ডিসপ্লে) জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৬৩ লক্ষ টাকা। গত ২৫ অক্টোবর (শুক্রবার) রাত ১০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন, তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করে।
সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ২৫ অক্টোবর বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাধীন সীমান্ত পিলার ২০২৪/৭-এস হতে আনুমানিক ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানর বিজিবি ৫২৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৬৩ লক্ষ টাকা।
এব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।