মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২৫ অক্টোবর (শুক্রবার) রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতিতে টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর রাতে ক্যাপ্টেন সাইদুর রহমান ও এসআই আবুল হাচনাত সঙ্গীয় ফোর্সসহ সাহেবাবাদ ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বিকাশ ডাক্তারের বাড়ির বাদলের ঘর হইতে ম্যাজিক মুভমেন্ট (ভোদকা) ৩৫ বোতল, ফেনসিডিল ২১ বোতল, স্কাফ ৭ বোতল, নাম্বার ওয়ান ১৬ বোতল, বিয়ার ১২ (টিনের কৌটা ), বিয়ার ০৩টি (কাঁচের বোতল) উদ্ধার করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী মোঃ বাদল (২২) পালিয়ে যায়। বাদল উপজেলার ছাতিয়ানী গ্রামের মোঃ সাদেক মিয়ার ছেলে।
এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।