উজ্জ্বল কুমার দাস, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।
সমান তালে চলছে বৈঠা, সঙ্গে মাঝি-মাল্লাদের হই-হুল্লোড়ের ছন্দ সাথে জলের ছলাৎ ছলাৎ শব্দ। নদীর দুই পাড় জুড়ে ছোট ডিঙ্গি নৌকায় হাজার- হাজার দর্শক। দুই পাড়ে ভিড় করে আছেন শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ।
এ যেন নদীর বুকে আনন্দের ঢেউ খেলা। নদীমাতৃক আবহমান বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে কচুয়া উপজেলায় লক্ষী পূজার মেলা উপলক্ষে ভৈরব নদীতে ১যুগ পরে নৌকা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪ টায় কচুয়া উপজেলার ভৈরব নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় কচুয়া উপজেলা বনিক সমিতি ও মেলা কমিটির যৌথ আয়োজনে, জেবি গ্রুপের চেয়ারম্যান ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদের পৃষ্ঠপোষকতায় ভৈরব নদে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে , নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে আগত ৪টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৩০/৩৫ জন মাঝি বৈঠা হাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৪ টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। এদিন হাড্ডাহাড্ডি লড়াই শেষে চিতলমারীর বারাসিয়ার শিকদার বাবুল হোসেন বিজয়ী হয় এবং উজ্জ্বল শিকদারের নেতৃত্বে রার্নাস-আপ হয় চিতলমারীর কলিগাতীর একতা নৌকা।
নৌকা বাইচ শেষে কচুয়া উপজেলা চত্বরের সামনে সন্ধ্যা ৬ টায় বিজয়ী নৌকার মালিকদের কাছে পুরস্কার হস্তান্তর করা হয়। কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মেলা উদযাপন কমিটির সভাপতি নাজমুল হোসেন নাদিমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে.এম আবু নওশাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি রাশেদুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়েয় নেতৃবৃন্দ, মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ, কচুয়া প্রেস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাংবাদিক বৃন্দ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রমুখ।