নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর থেকে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান VOIP সরঞ্জামাদিসহ ৯৪০টি বিভিন্ন কোম্পানীর সিম উদ্ধার করেছে র্যাব-২ ও বিটিআরসি।
”বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরাল ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আজিজ মহল্লা এলাকা হতে বিপুল পরিমান VOIP সরঞ্জামাদিসহ ৯৪০টি বিভিন্ন কোম্পানীর সিম অদ্য ১২/০৯/২০২৪ইং তারিখ রাত ০২.৩০ ঘটিকায় যৌথ অভিযান পরিচালনা করে উদ্ধার করেছে র্যাব-২ ও বিটিআরসি।
অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ ও বিটিআরসি জানতে পারে যে, একটি চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১২/০৯/২০২৪ইং রাত ০২.৩০ ঘটিকায় ডিএমপি ঢাকা, মোহম্মাদপুর থানাধীন আজিজ মহল্লার বাসা নং-১০বি/৮ বর্ণিত বাসায় বসবাসকারী ভাড়াটিয়া ১) মোঃ রাজিব (৩৪) ও ২) মোঃ শাকিল আহম্মেদ (৪০) এর বাসায় উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে মোঃ রাজিবের স্ত্রীর কাছে অবৈধ VOIP (Voice Over Internet Protocol) যন্ত্রপাতির সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, উক্ত অবৈধ VOIP যন্ত্রপাতি তাহার বসতঘরে আছে।
উল্লেখিত ঘটনাস্থলে তল্লাশীকালে ক) ৩টি কালো রং এর ৫১২ পোর্টের VOIP সিম বক্স, খ) TP LINK এর রাউটার ৩টি, গ) EPON ONU ০১ টি, ঘ) TP LINK DESK TOP SWTICH ০১টি, ঙ) HUAWEI এর SWITCH ০১টি, চ) দুইটি মোবাইল এবং জ) ৯৪০টি সিম উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উল্লেখিত পলাতক আসামীদ্বয় অবৈধ ভিওআইপি ব্যবসা চক্রের সক্রিয় সদস্য। পলাতক আসামীদ্বয় পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হতে লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি ও স্থাপনা তৈরী করে অবৈধভাবে টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনা করার কারণে সরকার বিপুল পরিমান রাজস্ব হতে বঞ্চিত হয়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।