বিশেষ প্রতিনিধি:
ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ,ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গনহত্যার বিচার,দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা,সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) জাতীয় সংসদ নির্বাচনের দাবী এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩:৩০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা কার্যালয়ের সামনে পোস্ট অফিস রোডে জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার-এর সভাপতিত্বে, জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফরজুল করীম।
গন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতিঃ আলহাজ্ব মুহাম্মাদ নজরুল আহসান সাংগঠনিক সম্পাদক এইচ এম জিয়াউল করীম ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,পিরোজপুর জেলা শাখার সভাপতি, মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইন, সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, পিরোজপুর জেলা সভাপতি, মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ,পিরোজপুর জেলা শাখার সদস্য মুহাম্মাদ আলাউদ্দিন শেখ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার সভাপতি, মুহাম্মাদ রহমাতুল্লাহ আল-হাদী সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ ছাত্র জনতা এবং আন্দোলনে আহতদের জন্য দোয়া মুনাজাতের মাধ্যমে গণসমাবেশ সমাপ্ত হয়।