মোঃ কাওছার আহম্মেদ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কোডেক সপ্নের ঠিকানা ব্রিজ স্কুলে অধ্যয়নরত ৮৮ জন শিশুদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।
বৃহস্পতিবার সকাল ১১ টায় রাঙ্গাবালীর চরকানকুনি সপ্নের ঠিকানা ব্রিজ স্কুলের সভাপতি মোঃ মোখলেছুর রহমান দুলাল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর। কোডেক স্বপ্নের ঠিকানা ব্রিজ স্কুল এরিয়া কো-অডিনেটর অজিত কুমার চক্রবর্তী, মনিটরিং অফিসার জনাব শাহিন আলম। ব্রিজ স্কুল সুপারভাইজার মারিয়া আক্তার। সহকারী ফাইনান্স মামুন খানসহ চর কানকুনি ও সামুদাফৎ ব্রিজ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগন ।
উপজেলা সামুদাফাৎ স্কুলের ১৯ জন, গহিনখালী স্কুলের ৩ জন, মাদারবুনিয়া স্কুলে ১৩ জন ও চরকানকুনি ব্রিজ স্কুলের ৫৩ জন শিক্ষার্থীর মাঝে মোট ৮ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, কল্যাণমুখী কার্যক্রমের জন্য কোডেক ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ঘুর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যে অর্থ দেওয়া হয়েছে তাতে করে তারা তাদের ছেলে মেয়েদের পড়ালেখাসহ ভালোভাবে তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।
তিনি আরো বলেন, এই কোডেকের কোমলমতি শিক্ষার্থীরা এক দিন আমাদের দেশের নেতৃত্ব আসবে। আপনারা জেনে খুশি হবেন যে,এই রাঙ্গাবালী থেকে প্রতি ব্যাচে বিসিএস ক্যাডার হচ্ছে। আমি বিশ্বাস করি এই শিশুরাই পড়া লেখা করে অনেক বড় হবে কেহ কেহ অফিসার হবে এবং আপনাদের মুখ উজ্জ্বল করবে।