মোঃ শাহিন হাওলাদার মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ৫১ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়িত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এবং উপজেলা পরিষদের সামনে অবস্থিত মুক্তিযোদ্ধাদের স্মৃতি বেদীতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস।
এরপর একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, উপজেলা আওয়ামী লীগ, মির্জাগঞ্জ থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও অন্যান্য সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা বিএনপি, উপজেলা প্রেসক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া, কুচকাওয়াজ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এবং দিবসটি উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়।