কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে দেখা গেল সাপ। উপজেলা সদরে অবস্থিত কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন এর কক্ষে ৬ জুলাই শনিবার সকাল ৯ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ অত্র বিদ্যালয়ের আয়া মিনতি রানী রায় দরজা খুলে ভিতরে ঢুকা মাত্র একটা সাপ দেখতে পায়, সাথে সাথে মিনতি রানী চিৎকার করলে অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল রুমের ভিতরের এক কর্নারে দেখে একটি সাপ। সাপটি আক্রমণ করার আগেই বিদ্যালয়ে কর্তৃপক্ষ সাপটিকে মেরে ফেলে। এই নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এ ঘটনা শুনে বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী সাপটি দেখার জন্য বিদ্যালয় ভিড় করে।
ছাত্রী অভিভাবক মাহফুজুর রহমান বলেন, আমার মেয়ে উক্ত বিদ্যালয় লেখাপড়া করে, আমি বর্তমানে সাপের আতঙ্কে থাকি।উল্লেখ্য শুক্রবার বিদ্যালয়টি বন্ধ ছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন বলেন, কোন জাতের সাপ তিনি তা নিশ্চিন্ত করে বলতে পারছে না, তবে সাপটি বিষধর হবে এবং তার গায়ে আঁকাবাঁকা দাগ রয়েছে। তিনি আরো বলেন আমি বিদ্যালয়ের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখি।