মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেলে পথ আটকে প্রাইভেটকারে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার টাকা। মঙ্গলবার (২২ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মাহমুদুল হাসান রায়হান (২৮), মিনহাজ আলী (৩৫), উজ্জল মিয়া (২৭), ওয়াহিদ আলী (৩৮), ও প্রাইভেটকার চালক সেলিম জাহান (৪৫)। তারা সকলেই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার দুপুরে জেলার গফরগাঁও পাগলা থানার আঞ্চলিক সড়কের খুরশিদ মহল ব্রীজ এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।
দুইটি মোটরসাইকেলে ৫ ডাকাত একটি প্রাইভেটকারের গতিরোধ করে। খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে প্রাইভেটকারটির ভেতরে থাকা কিশোরগঞ্জ সদরের বাবুল মিয়ার ১২ লাখ টাকা নিয়ে যায়। বাবুল টাকা নিয়ে ওই এলাকা থেকে একটি প্রাইভেটকার কিনতে যাচ্ছিলেন। ঘটনার পরদিন রাতে কিশোরগঞ্জ ও কটিয়াদি এলাকায় অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেফতার করা হয়।