মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুর ফুলবাড়ীতে পবিত্র কুলখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মধ্যদিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দিবসটির শুরুতে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.রিয়াজ উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের ফুলবাড়ী শাখার ফিল্ড সুপার ভাইজার মো.আরিফুল ইসলাম। পরে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের ফুলবাড়ী শাখার সুপার ভাইজার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন উপজেলা নির্বাহী অফিসার মো.রিয়াজ উদ্দিন। এসময় ইসলামিক ফাউন্ডেশনের ফুলবাড়ী শাখার শিক্ষক.শিক্ষিকা, ফিল্ড সুপার ভাইজারগনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা,কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলন।