ফ্রান্স প্রতিনিধিঃ
ফ্রান্সের শরনার্থী ও রাষ্ট্রহীনদের সুরক্ষা প্রদান বিষয়ক কার্যালয়-অফপরা
(OFPRA) এর তিন সদস্য বিশিষ্ট্য বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি দলের সাথে
বাংলাদেশী মানবাধিকার আইনজীবী শাহানূর ইসলামের বৈঠক অনুষ্টিত হয়েছে।
গত ২৭ শে এপ্রিল বৃহস্পতিবার বিকালে ফ্রান্সের বুলুং-বিলানকোটস্থ স্পেস
সেন্টারে সাড়ে তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্তমান
রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়।
বৈঠকে ইদানিং কালে ফ্রান্সে বাংলাদেশীদের রাজনৈতিক আশ্রয় আবেদনের সংখ্যা
বৃদ্ধি, বিশেষ করে সিলেট অঞ্চল থেকে আশ্রয় আবেদন ব্যপক হারে বৃদ্ধির কারণ
সম্পর্কে আলোচনা হয়।
বাংলাদেশে চলমান নির্যাতন, বিনা বিচারে হত্যা, জোড়পূর্বক গুম, ধর্ষন,
জাতিগত, ধর্মীয়, সামাজিক ও যৌন সংখ্যালুগুদের প্রতি সহিংসতা এবং
সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্পেষনের
মত মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রহীনতার মত বিষয় বৈঠকে
গুরুত্ব পায়।
দেশে সহিংসতার শিকারসহ জীবণহানী, নির্যাতন, মিথ্যা মামলায় জড়িত ও
কারাদণ্ডের হুমকির সম্মুখীন বাংলাদেশী নাগরিকদের ফ্রান্সে আরো বেশী
রাজনৈতিক আশ্রয় প্রদানের জন্য অ্যাডভোকেট শাহানূর ইসলাম অফপরা
প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।
তাছড়া, ভবিষ্যতে জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স এর সহিত অফপরা’র
নিয়মিত বৈঠক ও তথ্য আদান প্রদানের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিষ্টাতা মহাসচিব বাংলাদেশী
মানবাধিকারকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম মেরিয়ান ইনিশিয়েটিভ
ফর হিউম্যান রাইটস ডিফেন্ডারস এর লরিয়েট হিসেবে বর্তমানে ফ্রান্সে বসবাস
করছেন।