জবি প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবিতে) Management Science and Operations Research’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
(বৃহস্পতিবার) ১২ মে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীনের (ভারপ্রাপ্ত উপাচার্য) উপস্থিতিতে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বইটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
বইটির রচয়িতা ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা বলেন, এ বইটি নিয়ে আমি দীর্ঘ ১২ বছর কাজ করেছি। বইটি পড়লে যেকোনো শিক্ষার্থী সহজে ব্যবসায় সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারবে। সাবেক শিক্ষার্থীরা বইটি নিয়ে ইতিমধ্যে অনেক আশার বানী শুনিয়েছে তাদের কর্মক্ষেত্রে ভালো করার জন্য বইটি খুবই সহযোগিতা করবে।
এছাড়াও বইটি মূলত, বাংলাদেশের প্রেক্ষাপটে অভিনব কিছু বিষয় নিয়ে এসেছে ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গ ধারনা পাবে এ বইয়ের বিষয় বস্তু সম্পর্কে।
বইটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এ-সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামান এবং ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।