জন জীবন ঃঃ
মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিনদিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজিত অনুষ্ঠানমালার আজ প্রথম দিন ২৯ ই মার্চ ২০২২ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটের সময় মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়ে দুপুর ২.১৫ মিনিটের সময় শেষ হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আলেয়া ফেরদৌসী, মুন্সীগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিলুফার জাহান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুন্সীগ ঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন ঢালীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আকতার জাহান ও মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে দশম মানের ছাত্রী মল্লিকা আক্তার, গীতা পাঠ করে সপ্তম মানের ছাত্রী অবনী পাল, শপথ বাক্য পাঠ করে দশম মানের ছাত্রী শ্রাবনী আক্তার, এরপর জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, ছাত্রীবৃন্দ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকমন্ডলীসহ আরো অনেকে। জাতীয় সংগীত পরিবেশন করে লামিয়া আক্তার ও তার দল। অতিথিদের সম্মানার্থে অংশগ্রহনকারী প্রতিযোগী ও গার্লস গাইডের কুচকাওয়াজ প্রদর্শন করে শ্রাবনী, মীম আক্তার ও তার দলের শিক্ষার্থীবৃন্দ।
এরপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। তারপর বিভিন্ন ইভেন্টের খেলা শুরু করে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোসাম্মৎ হাসনে আরা বেগম ও অন্যান্য শিক্ষকমন্ডলী।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলা শেষ করে পুরস্কার বিতরণ শুরু করে সম্মানিত অতিথিবৃন্দ। সহকারি শিক্ষকদের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরষ্কার অর্জন করেছে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সকল ছাত্রীরা করতালী দিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সহকারি শিক্ষক কৃষ্ণ চন্দ্র দাস, মোঃ ছফিউল্লাহ, মোঃ আব্দুস সাত্তার, আব্দুল হান্নান, আফসানা বেগম, ইমাম হোসেন, জোতির্ময় বাড়ৈ, মোঃ মুফিজুর রহমান, নৃপেন্দ্র কুমার মন্ডল, গাজী আসিফ আফসার রিয়েলসহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতি সকল শিক্ষক, ছাত্রী, অভিভাবক, সাংবাদিক, অতিথিবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপ্ত ঘোষণা করেন।