মোঃ রাকিব হাসান জামালপুর।
জামালপুরে সাংবাদিক মুস্তাফা বাবুল প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি নিভীক সাংবাদিক ও লেখক বাংলাদেশ টেলিভিশন বিটিভি’র সাবেক জামালপুর জেলা সংবাদদাতা মুস্তাফা বাবুল প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও আলোচনা সভা আয়োজন করেন প্রেসক্লাব জামালপুর, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক জামালপুর।
প্রেসক্লাব জামালপুর এর ভারপ্রাপ্ত সভাপতি মুখলেসুর রহমান লিখনের সভাপতিত্বে সাংবাদিক মোস্তফা বাবুলের স্মরণে বক্তারা বলেন, তিনি ছিলেন প্রতিবাদি কন্ঠের মানুষ এবং জাত সাংবাদিক বলতে যা বুঝায় সকল কিছুই তার মধ্যে ছিলো। সত্যের জলন্ত প্রতিক ছিলেন। সংবাদ লিখতেন গভিরের তথ্য নিয়ে। জামালপুর উন্নয়নে তার কৃতিত্ব একেবারে কম নয়, কারণ তিনি এই জেলার প্রয়োজনীয় বিষয় গুলো পত্রিকার মাধ্যমে তুলে ধরতেন, তিনি এতটাই নির্ভীক ছিলেন যে জামালপুরের জঙ্গি প্রশিক্ষণ কোথায় কোন অঞ্চলে হতো সেসকল তথ্য প্রকাশ করে তখনকার সময়ে প্রশাসনের তোপের মুখে পড়েন, এরপর যখন বাংলাদেশে একযোগে বোমা ফাটানো হয়, তখন জামালপুর প্রশাসন তার কাছেই জঙ্গি বিষয়ে তথ্য সংগ্রহ করে। তাকে অনেকবার হত্যার চেষ্টা করা হয়, বন্দুকের নলের মুখ থেকে কয়েক বার ফিরে আসে সত্যের এই জলন্ত প্রতীক।
বক্তারা তার জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই তুলে ধরেন। স্মরণ সভায় যেসকল বক্তারা প্রয়াত সাংবাদিকের স্মৃতি গুলো সামনে তুলে ধরেন তারা হলেন, প্রধান অতিথি সরকারী আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, জেএসডির জামালপুর জেলা শাখার সভাপতি আমির উদ্দিন, আশেক মাহমুদ কলেজের সহকারী ইংরেজি বিষয়ের প্রভাষক মুরাদ হেসেন মুরাদ, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লা, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক এর সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সময় টিভি জামালপুর খেলা প্রতিনিধি মোঃজাহাঙ্গীর আলম, প্রথম আলোর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান আজিজ ও মরহুমের একমাত্র কন্যা তানিয়া আক্তার প্রমূখ।