আলী হায়দার আকাশ হিসাববিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
১৯৭১ সালের ২৫শে মার্চ শেষ রাতে অর্থাৎ ২৬শে মার্চ প্রথম প্রহর বাঙালি জাতির জন্য এক ভয়াবহ সময় ছিল। বাঙালি জাতি এখনও অত্যন্ত মর্মাহতভাবে এই দিনটিকে স্মরণ করে। তৎকালীন পাকিস্তান সরকার নিরস্ত্র বাঙালির উপর স্টিমরোলার চালিয়েছে ওই রাতে। দিগ্বিদিক ছুটতে থাকে মানুষ জিবন বাঁচানোর তাগিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে নিয়ে যাওয়া হয় তার বাসভবন থেকে যাতে করে বাঙালি ঐক্যবদ্ধ হতে না পারে। সেই রাতে আবাল-বৃদ্ধ- বনিতা কেউই রক্ষা পায় নাই হানাদার বাহিনীর করাল গ্রাস থেকে। যাকে যেভাবে পেয়েছে হত্যা করেছে।শুধু এক রাতেই তারা ৭০০০ হাজার নিরস্ত্র বাঙালির জীবন
কেড়ে নেয়। শুধু তাই নয় ৩০০০ বাঙালি বুদ্ধিজিবীকে ওই রাতে গ্রেফতার করে বাঙালিদের মেধাশুন্য করে দিতে চেয়েছিল পাক বাহিনী। ওই রাত ছিল বাঙালি জাতীর জন্য এক কালো অধ্যায় যার জন্য ২৫শে মার্চ রাতকে কালো রাত বলা হয়। সেই ভয়াল রাত, সেই ভয়াল আওয়াজ আমাদের চেতনা জোগায় এগিয়ে যাওয়ার মাথা নত না করার প্রত্যয় জোগায়। আজ সেই ২৬শে মার্চকে আমরা আমাদের স্বাধীনতা দিবস হিসেবে লালন করি যাহা আমাদেরকে আরও সাহসী এবং দৃঢ়প্রত্যয়ী করে তোলে। মাগফিরাত কামনা করি তাদের যারা ওই রাতে শহিদ হয়ে আমাদের স্বাধীনতা অর্জনে নির্মম হত্যার ইতিহাস হয়ে আছেন।