বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।
ধানক্ষেতে স্থাপন করা হয়েছে বাঁশের ছোট ছোট কঞ্চির খুঁটি। সে খুটিঁতে সাজানো হয়েছে পলিথিনের কাগজ। বাসাতে কাগজের শব্দে ধানক্ষেতে বসতে পারে না বকসহ অন্যান্য পাখি। কাগজের শব্দের ভয়ে তারা চলে যায়। রোপণকৃত ধানের চারা যাতে পাখিরা নষ্ট করতে না পারে সে জন্য অভিনব কায়দায় কৃষকরা ধানক্ষেতের জমিগুলোতে ব্যবহার করছেন পলিথিনের কাগজ।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় জমিতে ধানের চারা রোপণের পর থেকে বকসহ নানান প্রজাতির পাখিদের পোকা দমনে বসতে দেওয়া হয় না। কৃষকদের ধারণা পাখির পায়ের চাপে নষ্ট হয় রোপণকৃত ধানের চারা। তাই ক্ষেতে বাঁশের খুটিঁতে পলিথিন বেঁধে রাখলে পাখি আসতে পারে না।
পূর্বহুড়া গ্রামের কৃষক মজিদ মিয়া বলেন, মাসখানেক আগে ধানের চারা রোপন করি।গুরুতে ধানের চারা রোপণকালে চারাগুলো নরম থাকে। এ সময় বক, বালিহাঁস সহ নানান প্রজাতির পাখি জমিতে বসে। এতে করে পাখির চাপে ধানের চারা নষ্ট হয়ে যায়। যায় কারণে ধানক্ষেতে পলিথিন সাজনো হয়েছে পাখি তাড়ানোর জন্য।
শিকারপুর গ্রামের কৃষক মেহেদী হাসান বলেন, এর আগে বিলে আমি প্রায় ৫০ শতাংশ জমিতে ধানের চারা রোপন করেছিলাম । কিছু দিন পর জমিতে গিয়ে দেখি ধানের চারা পাখিদের পায়ের চাপে মাটিতে মিশে গেছে। তাই অন্য কৃষকদের দেখে এবার পলিথিন সাঁটিয়েছি। যায় কারণে পলিথিনের শব্দ বক বা বালিহাঁস ধানক্ষেতে ভয়ে আসতে পারেনি, ধানের চারা নষ্ট হয়নি।ফলন ভালো হয়েছে।