মোঃ তুষার ইমরান, নাটোর লালপুর।
বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনকরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা ও উপজেলা আওয়ামীলীগ সহ অংগসংগঠনের নেত্রীবৃন্দ। এছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কর বিতরণীসহ মুজিব উৎসব ও সূবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ সকল কর্মসূচির মধ্যে আওয়ামীলীগের উদ্যোগে বিকালে লালপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১নং লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন নান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -১( লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। উপস্থিত ছিলেন সাবেক এমপি মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসকেন্দার মীর্জা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু , লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, আওয়ামীলীগের সভাপতি আবজালুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, সাধারণ সম্পাদক পলাশ, এবি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আসলাম হোসেন, কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, নাটোর জেলা তাতীঁলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন কুটি, নাটোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ ইসলাম, লালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ হোসেন প্রমূখ।
এছাড়াও সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্রতজা লিলি প্রমূখ।