রিয়াজ আহমেদ হান্নান, উল্লাপাড়াঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামে অগ্নিকাণ্ডে এক কৃষকের ৪ টি গরু মারা গেছে। জানা যায়, ৭ এপ্রিল বৃহস্পতিবার উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের ওসমান আলীর গোয়াল ঘরে আজ ভোর ৫ টার সময় মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত। এতে তার ২ টি বসতঘর ও ৪টি গাভী পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী জানায়, যদি ব্রিজের সংযোগ সড়ক থাকতো তবে হয়তো কিছুটা রক্ষা করতে পারতো ফায়ার ব্রিগেডের সদস্যরা। সময় মতো এসেও কোনো উপকারে লাগেনি ওসমান আলীর।
ব্রীজের সামনে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস সঠিক সময়ে উপস্থিত হলেও পৌছাতে পারেনি ক্ষতিগ্রস্থ ওসমান আলীর বাড়িতে। এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে সদর ইউনিয়ন ও পুর্ণিমাগাঁতীসহ বাঙ্গালা ইউনিয়নের অধিকাংশ জনসাধারন। অথচ এই দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্রীজ তৈরির ২০১১ সাল থেকেই। বিভিন্ন গনমাধ্যম প্রচার করলেও এখনো কোন ব্যবস্থা হয়নি। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত কৃষক ওসমান আলীর ৪ টা গাভী পুরে গেছে। এতে অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।