ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার ৩১নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনগড়া ম্যানেজিং কমিটি হয়েছে বলে অভিযোগ উঠেছে। কমিটি বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ পত্র দিয়েছেন অভিভাবকরা।
পরেশ চন্দ্র পাটিকর, পারভীন বানু, ফকরুল ইসলাম, অজুফা আক্তারসহ ছয় জন অভিভাবক স্বাক্ষরিত অভিযোগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দফতরেও দেয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৬ এপ্রিল বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের ডেকে প্রধান শিক্ষক এমাদুল হক নিজেকে প্রিজাইডিং অফিসার পরিচয় দিয়ে এক তরফা ম্যানেজিং কমিটি ঘোষনা দেন। অভিযোগে আরো বলা হয় প্রধান শিক্ষকের সার্থ রক্ষার্থে অনুপস্থিত ব্যাক্তিদের নাম ঘোষনা করে ম্যানেজিং কমিটি দেয়া অবৈধ। তাই এ কমিটি বাতিল চাওয়া হয়।
তফসিল ও নির্বাচন ছাড়া এই কমিটির বিপক্ষে অবস্থান নেয় বেশিরভাগ অভিভাবকরা। কিন্তু তাদের কোনো আপত্তি কর্নপাত করেননি প্রধান শিক্ষক এমদাদুল হক।
অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিকবার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। তাকে ক্ষুদে বার্তা পাঠোনো হয়েছে তারও কোনো জবাব মেলেনি। তাই অভিযুক্ত প্রধান শিক্ষকের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।