স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুর জেলার বোয়ালমারীর মাঝকান্দী ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর রেলগেট এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণকাজের ভবিষ্যৎ এখন নিরেট অন্ধকারে। কাজ শুরু হয়েও দৃশ্যমান অগ্রগতির আগেই হঠাৎ স্থগিত হয়ে গেছে ওভারপাস নির্মাণ। অন্যদিকে প্রকল্পটি বাস্তবায়নের স্বার্থে অস্থায়ীভাবে তৈরি করা বাইপাস সড়কটি এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটির উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচলে প্রায় অযোগ্য হয়ে পড়েছে। যে কারনে জনসাধারণের পোয়াতে হচ্ছে চরম দুর্ভোগ। এই সড়কটি দ্রুত পুনঃ নির্মাণ বা মেরামত করা হচ্ছে ২ নাম্বার ইটের মাধ্যমে। এ বিষয় কথা বলা হয় কন্টাকটারে সহকারী ম্যানেজারের সাথে তিনি বলেন ভাটায় ইট না থাকার কারনে ২নম্বার ইটের কার্পেটিং করা হয়েছে কিছু।