মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে পূর্ব ঘটনার রেশ ধরে ইউপি সদস্য কর্তৃক ইউপি সচিবকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হুমকির স্বীকার ইউপি সচিব থানায় লিখিত অভিযোগ দমিয়েছে।
গতকাল (মঙ্গলবার) দুপুরে আমতলী পিআইও অফিসের সামনে এঘটনাটি ঘটে।
জানা গেছে, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সচিব (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজের বিল ভাউচার নিয়ে মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান। এসময় ওই অফিসের সামনে অবস্থান করছিলেন একই ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন মৃধা। এসময় সচিবকে দেখেই ইউপি সদস্য জসিম মৃধা অশ্লীল ভাষায় গালাগাল শুরু করেন এবং সাথে থাকা কয়েক জন অপরিচিত লোক নিয়ে তাকে মারতে উদ্ধত হন। এসময় সচিব জাকির হোসেন আত্মরক্ষার্থে দৌড়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ভিতরে ঢুকে আশ্রয় নেন। এক পর্যায়ে ইউপি সদস্য জসিম উদ্দিন সচিবকে টুকরো টুকরো করে হত্যার হুমকি দিয়ে বলেন, ‘তোর মত অনেক লোককে মেরেছি কেউ কিছুই করতে পারেনি। তোকে মেরে ফেললেও তুইও কিছু করতে পারবি না,তোর চেয়ারম্যান কি পারে তা জানা আছে।’ ইউপি সচিব মোঃ জাকির হোসেন তাৎক্ষনিক বিষয়টি মোবাইলে ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালাকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে সচিব মোঃ জাকির হোসেন বলেন,পরিষদের পূর্ব ঘটনার রেশ ধরে ইউপি সদস্য জসিম উদ্দিন মঙ্গলবার দুপুরে পিআইও অফিসের সামনে পেয়ে অশ্লীল ভাষায় গালাগাল করে আমাকে মারতে আসে এবং টুকরো টুকরো করে হত্যা করার হুমকি দেয়। আমি এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি। আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন বলেন, মারধর করতে উদ্ধত হওয়া, গালাগাল এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন,আমাদের মধ্যে সামান্য তর্ক হয়েছে।
আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এধরনের ঘটনা অনাকাংখিত।
আমতলী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুর রহমান বলেন,মঙ্গলবার সন্ধ্যায় ইউপি সদস্য জসিম উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।