সাইফুর নিশাদ নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং চরম ভোগান্তির শিকার হচ্ছে গ্রাহকরা, দিনে অসংখ্যবার বিদ্যুৎ বন্ধ থাকে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কঠোর নির্দেশনা ইফতার ও সেহরির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার,কিন্তু দুঃখের বিষয় মনোহরদী পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের উদাসীনতায় রমজান মাস আসার পর থেকে গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে, ইফতার, সেহরির ও তারাবিহ নামাজের সময় গ্রাহকেরা বিদ্যুৎ পাচ্ছেনা। মুসল্লীরা কষ্ট করে নামায আদায় করছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে দায়সারা দিচ্ছে বিদ্যুৎ এর লাইন ম্যান ও কৃতপক্ষ, অভিযোগ আছে বিদ্যুৎ এর জন্য গ্রাহকরা কল দিলে বিদ্যুৎ এর কতৃপক্ষরা বাজে ব্যাবহার করে,এই নিয়ে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হচ্ছে, অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ করছে।
যেকোনো মূহুর্তে মানববন্ধন সহ কর্মসূচি আসতে পারে গ্রাহকদের মাঝ থেকে। এ বিষয়ে মনোহরদী পল্লী বিদ্যুতের ডিজিএম আজিজুর রহমান সরকার এর সাথে সাংবাদিক পরিচয় দিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অস্বীকার করে বলেন অসংখ্যবার বিদ্যুৎ যায়নি এটা মিথ্যা কথা। আট বারের বেশি একবারও যায়নি বলে মোবাইল রিং কেটে দেয়। কেন এই লোডশেডিং এর কোনো উত্তর পাওয়া যায়নি। মনোহরদীর গণমানুষের নেতা শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও মনোহরদী পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের কাছে আহবান সিয়াম সাধনার মাসে মনোহরদীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিয়ে গ্রাহকদের ভোগান্তির নিরসনে কাজ করবে কতৃপক্ষ।