মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বখতিয়ার নামের এক ডিলারের বাড়ী থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ডিলার বখতিয়ার পলাতক রয়েছে।
সোমবার (৪ঠা এপ্রিল) রাতে উপজেলার দ্বারিয়াপুর মদকপাড়ার ডিলারের বাড়ী থেকে ৫৬৪ লিটার সয়াবিন তেল, ৫৪৭ কেজি ডাল ও চিনি উদ্ধার করে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, শাহজাদপুরে মেসার্স বকতিয়ার এন্টানপ্রাইজের মাধ্যমে উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের ১ হাজার ৩৮জন কার্ডধারীদের মধ্যে এসব পণ্য সরকার নির্ধারিত স্বল্পমূল্যে বিক্রির কথা ছিল । কিন্তু ডিলার বখতিয়ার বেশি মোনাফার লোভে ২৫০টি কার্ডের পণ্য এদিন কার্ডধারীদের মধ্যে বিক্রি না করে শাহজাদপুর পৌর সদরের মদকপাড়ার নিজ বাড়ির গোপন স্থানে লুকিয়ে রাখেন। এবং রাতের অন্ধকারে কালোবাজারে বিক্রির চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা ওই বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মালামাল উদ্ধার করেন। এ ঘটনার পর থেকে মেসার্স বকতিয়ার এন্টানপ্রাইজের মালিক বখতিয়ার পলাতক রয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে টিসিবির পণ্য জব্দ করে থানা হেফাজতে রেখেছে। এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শাহ মোঃ শামসুজ্জোহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিলার বখতিয়ারের বাড়ীতে অভিযান চালিয়ে টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বখতিয়ারের ডিলারশীপ বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে