মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? কিশোরগঞ্জের হোসেনপুরে একটি হুইল চেয়ারের অভাবে হতদরিদ্র শারীরিক ও বাক-প্রতিবন্ধী শিশু রমজানের (৬) মানবেতর দিন কাটে বালতিতে বসে। তাই সুস্থ ও স্বাভাবিক দিনাতিপাতের জন্য হতদরিদ্র পিতা-মাতা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
প্রতিবন্ধী শিশু রমজান উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ধূলজুরী গ্রামের দুদু মিয়া ও জেসমিন দম্পতির একমাত্র ছেলে।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে তার মা জেসমিন আক্তার জানান, অন্য শিশুরা যখন খেলাধুলা আর হইহুল্লোয় ব্যস্ত, তখন প্রতিবন্ধী রমজানকে একটি বালতির ভিতর বসিয়ে রেখে দৈনন্দিন কাজকর্ম করতে হয় আমার। এভাবেই প্রতিদিন বাড়ির আঙ্গীনায় অন্য শিশুদের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দিন কাটে তার।
তিনি আরও বলেন, হতদরিদ্র পিতার স্বল্প আয় দিয়ে সংসারের খরচ চালিয়ে আর হুইল চেয়ার কেনা হয়ে উঠেনি এখনও। তাই ছেলের জন্য একটি হুইল চেয়ারের মানবিক আকুতি জানিয়েছেন মা জেসমিন।