সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় ইসমাইল হাওলাদার (৬০) নামের এক মুদি দোকানীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্ররার রাত সাড়ে আটটায় উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন ডাকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্যাম হাওলাদারের ছেলে বাহাউদ্দিন (৪০), একই এলাকার আলী আশ্রাফ হাওলাদারের ছেলে নূর মোহাম্মদ (৩৫), মোখছেদ মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী ডাকুয়া ইউনিয়নের রফিক মোল্লা নামের এক ব্যক্তি ইসমাইলের দোকান থেকে ৩ হাজার টাকার মুদি মনোহরী মালামাল বাকি নেন।
শুক্রবার বেলা এগারোটার দিকে ইসমাইল তার কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে সন্ধ্যায় রফিক ২৫ থেকে ৩০ জনকে নিয়ে এসে তার উপর দু’দফা হামলা চালায়। এতে ইসমাইল গুরুতর আহত হয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।