রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জের লামচর ইউনিয়নে ভরদুপুরে মটরসাইকেল সহ আব্দুর রহমান নামক এক চোরকে হাতেনাতে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ জনতা। শুক্রবার ১ এপ্রিল দুপুরে জুম্মার নামাজের সময় লামচর ইউনিয়নের ২নং ওয়ার্ডভূক্ত লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে লামচর বাজারের ঔষধ ব্যবসায়ী ফরিদ আহমেদ ভূইঁয়ার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর আব্দুর রহমান জনতার হাতে আটক হয়।
আটককৃত চোর আব্দুর রহমান উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখী নলচারা গ্রামের সানাগো বাড়ির লুৎফর রহমানের ছেলে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রামগঞ্জ থানাধীন মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেল সহ চোরকে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রমতে, ভাটরা গ্রামের মোটর সাইকেল চোর রাজন সহ আব্দুর রহমান শুক্রবার জুম্মা নামাজের সময় লামচর বাজার মেইন সড়কে জাহিদের গ্যারেজ থেকে ঔষধ ব্যবসায়ী ফরিদ আহমেদ ভূইঁয়ার নিজস্ব মোটরসাইকেলটি চোর রাজন অটোভাবে নিজস্ব কৌশলে লক তালাটি খুলে ফেলে। এরপর আশেপাশের কয়েকজন টের পেলে চোরাই গাড়িটি রেখে তাদের সাথে নিয়ে আসা গাড়ী চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ওই সময় তার সহযোগী আব্দুর রহমান মোটর সাইকেলে দ্রুততার সাথে বসার সময়ে গাড়ি থেকে পড়ে গিয়ে জনতার হাতে আটক হয়।
স্থানীয়রা চিৎকার করলে সামনে থেকে লোকজন ধাওয়া দিলে চোর রাজন মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। গ্রামবাসি আব্দুর রহমানকে গণধোলাই দিয়ে মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশে কাছে সোপর্দ করেন। মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আবু ইউসুফ জানান, আটককৃত আব্দুর রহমানকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে। প্রাথমিকভাবে জিঙ্গাসাবাদে চুরি সাথে তার সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। মামলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।