মাসুদ রানা, দিনাজপুর প্রতিনিধি;
দিনাজপুরের খানসামা থানা পুলিশের আয়োজনে দূর্ঘটনা এড়াতে ও শৃংখলা ফেরাতে পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত।
মোটরসাইকেল চালকদের শতভাগ হেলমেট পরাতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে খানসামা থানা পুলিশ। হেলমেট পরা মোটরসাইকেল চালকদের বিভিন্ন পরামর্শ ও লিফলেট দিয়ে বোঝানো হচ্ছে ট্রাফিক আইন।
দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে সম্প্রতি খানসামা উপজেলা সদরে একজনের মৃত্যু হয়। এছাড়াও বেশকিছু সড়ক দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে, নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই মাথায় হেলমেট পরিহিত ছিলেন না বলে জানা গেছে।
তাই গতকাল উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদে ও আজকে ১ নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদে ট্রাফিক আইন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল্লাহ নামের এক মোটরসাইকেল চালক বলেন, এটি পুলিশের একটি ভালো উদ্যোগ। এতে পুলিশের কোনো স্বার্থ নেই। আমাদের মূল্যবান জীবন রক্ষায় পুলিশ কাজ করছেন।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ সার্কেল খোদাদাত সুমন, ওসি কামাল হোসেন, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, বিট পুলিশিং কর্মকর্তা এসআই ফরহাদ ইবনে, সহকারী বিট পুলিশিং কর্মকর্তা এ এসআই তবিবুর রহমান।
এ সময় খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, মানুষকে শতভাগ হেলমেটের আওতায় আনতে হলে শাস্তি দিলেই হবে না। জনসচেতনার মাধ্যমে তাদের ট্রাফিক আইন মানাতে হবে।
তিনি আরো বলেন, এলাকাবাসীকে সচেতন করতেই এ উদ্যোগের কথা চিন্তা করা হয়েছে। শুধু ফুল আর মামলা নয়, আমরা ট্রাফিক আইন জানানোর জন্য সড়ক পরিবহন আইনের লিফলেট প্রচার করে জনগণকে সহযোগিতা করতে চাই।