আকতারুজ্জামান নাইম , নওগাঁ:
নওগাঁর মান্দায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের অবহিতকরন কর্মশাল অনুষ্ঠিত। এ প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ সরকারের এসডিজি বাস্তবায়নে দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়ন, বেকার যুবক যুবতিদের কর্মসংস্থান সুপ্রতিষ্ঠিত করতে কাজ করবে যা দরিদ্র জনগোষ্টি দ্বারাই পরিচালিত হবে।
আজ সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কর্মশালায় উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোঃ আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহান্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মান্নান আকন্দ, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহিনুর রহমান, এসডিএফ’র আঞ্চলিক ব্যবস্থাপক (ফিনান্স) আজম খান, এসডিএফ’র নওগাঁ জেলা ব্যবস্থাপক শরিফুল আজাদসহ প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান, কোভিড-১৯ মহামারীর ফলে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা প্রদান এবং সর্বোপরি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আগামী ৫ বছর নওগাঁ জেলাসহ বাংলাদেশের ২০টি জেলার ৩২০০ গ্রামে বাস্তবায়িত হবে।
বক্তারা আরও বলেন, মান্দা উপজেলার মান্দা সদর ইউনিয়ন, কুসুম্বা, পরাণপুর, ভারশোঁ, কালিকাপুর ও নুরুল্লাবাদ এই ৬টি ইউনিয়নের ৫০টি গ্রামে এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হবে। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ এসডিএফ’র জেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।