মোঃ রায়হান মাহামুদঃ
গাজীপুরের কালীগঞ্জে ২৭ শে মার্চ রবিবার সকালে আনিছউজ্জামান কল্যান ট্রাষ্ট কর্মসুচীর মাধ্যমে অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। কালীগঞ্জ পৌর এলাকায় ভাদগাতী গ্রামে আনিছউজ্জামান কল্যান ট্রাষ্ট এর চেয়ারম্যান মোঃ মুর্শিদ উজ জামানের সভাপতিত্বে ও মাশহুদুর রহমান সাজেদ এর সঞ্চালনায় সেলাই মেশিন বিতরন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদল হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিছউজ্জান কল্যান ট্টাষ্টের সদস্য ফারজিন নাওয়ার জামান, কালীগঞ্জ কল্যান সংস্থার সভাপতি ইন্জিনিয়ার জসিমউদদীন, সাংবাদিক মোঃ লোকমান হোসেন পনির, আলাউদ্দিন প্রদান,মোঃ জালালউদ্দিন মাষ্টার, মোঃ আফজাল শেখ, খলিলুর রহমান মন্টু,
ট্টাষ্টের চেয়ারম্যান মুর্শিদ উজ জামান তার বক্তব্যে বলেন আমাদের কল্যান ট্টাষ্টের মাধ্যমে বিভিন্ন সময়ে আমরা অসচ্ছল পরিবারের মাঝে অনেক সহযোগিতা করেছি,করোনা মহামারির সময়েও অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য বিতরন করেছি।এবারই প্রথম আমরা সেলাই মেশিন বিতরন এর মাধ্যমে স্থায়ী ভাবে কর্মসংস্থানের ব্যাবস্থা করেছি।তিনি আরও বলেন আজ ১৪ টি অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন করেছি।এবং আমাদের কল্যান ট্টাষ্টের কর্মসুচীর মাধ্যমে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।