মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বুধবার (৩১জুলাই) ভোর রাতে অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লক) গ্রাম থেকে বিপুল পরিমাণ স্কাফ সিরাপ ও ফেনসিডিল উদ্ধার করে। অভিযান কালে পুলিশ মোঃ রাকিবুল ইসলাম (২২) নামে একজনকে গ্রেফতার করে। এসময় সময় পুলিশ তার বসত ঘর থেকে ৩০০ বোতল স্কাফ সিরাপ ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পুলিশ তাকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ এর নির্দেশে এসআই মোহাম্মদ শাহাবুর আলম সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন শশীদল ইউপিস্থ রামচন্দ্রপুর (বাল্লক) সাকিনে জাহের সরদার বাড়ির মোঃ রাকিবুল হাসানের বসত ঘরে অবৈধ মাদকদ্রব্য মজুদ করছে। পুলিশ মোঃ রাকিবুল হাসান প্রঃ রাকিবকে আটক করলে তার তথ্যে ভিত্তিতে তার বসতঘরের মধ্য হতে ৩০০ বোতল স্কাফ সিরাপ ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় মোঃ ওয়াসিম (৩৪) নামে একজন পালিয়ে যায়।পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।