মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ প্রতিবাদে শিক্ষার্থীরা বিচারের দাবীতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বুধবার (২৮ ফেব্রয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার হোগলাকান্দি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে হাসান (১৮)স্কুলের ২য় তলায় গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করলে ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এ.টি.এম.আব্দুল হক প্রতিবাদ করলে শিক্ষককের হাত থেকে বেত কেরে নিয়ে শিক্ষকের উপর চড়াও হন।
এর প্রতিবাদে ওই স্কুলের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যালয়ের সামনের রাস্তায় বোর্ডবাজার এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন করে। মানববন্ধন শেষে হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওই স্কুলের ইংরেজির শিক্ষক মাহমুদুল হাসান, সামাজিক বিজ্ঞানের শিক্ষিকা আম্বিয়া খাতুন, কম্পিউটার শিক্ষক জুনায়েদ আকন্দ, শিক্ষার্থী জনি মিয়া, বন্যা আক্তার,সামিয়া আক্তার প্রমুখ।