র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। সাগর হোসেন (১৯), পিতা-মোঃ খলিল, সাং-রাজাপুর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, ২। মোঃ আমিনুল ইসলাম (১৯), পিতা-শফিকুল ইসলাম, সাং-সিরাজচর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ৩। মোঃ আরিফ (৩৫), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, সাং-কুর্নি, থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল, ৪। মোঃ আতাউর রহমান (৩২), পিতা-মৃত কেতাব উদ্দিন আলী, সাং-ছুরানপুর, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাই নবাবগঞ্জ, ও ৫। মোঃ জুয়েল (২৯), পিতা-মোঃ আশরাফ, সাং-সুতি খালপাড় জোড়াখাম্বা, থানা-যাত্রাবাড়ী, ঢাকা (ভাসমান) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু কতরঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।