কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষক, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, সহকারী শিক্ষা কর্মকর্তা কে এম জামান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, জাতীয় পার্টির জেপি সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রধান শিক্ষক সান্তনা চক্রবর্তী, আল মামুন সহ আরো অনেক।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়।