মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী:
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের এ্যাডভোকেসী ও নেটওয়ার্কিং ফোরামের সদস্যদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন।
সি পি পি পিএইপি ১১ জাস্ট ইকোলজিকাল ট্রানজিশন এগ্রো-ইকোলজি প্রোগ্রাম ইন দ্যা সিএইচটি কর্তৃক আয়োজিত ৫ ও ৬ই মার্চ (রবিবার ও সোমবার) দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণটি সাবেক উপজেলা চেয়ারম্যান ও হেডম্যান উথিনসিন মার্মার হেডম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের মোট ২৫ জন নারী পুরুষকে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
প্রশিক্ষণটিতে নেতৃত্ব ব্যবস্থাপনা, এ্যাডভোকেসী, লবিং ও নেটওয়ার্কিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও প্রশিক্ষণে হেডম্যান, কারবারি, সাংবাদিক, ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাঠকর্মীরা অংশগ্রহণ করে।
প্রশিক্ষণটি পরিচালনা করেন কারিতাসের প্রোগ্রাম অফিসার (সিপিপি পিএইপি-২) রুপনা দাশ ও মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা।