আলিফ বিন রেজা, সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় একটি পুকুর সংস্কারকালে ৩২ কেজি ওজনের প্রাচীন একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল শালিকাপাড়া গ্রামে একটি পুকুর থেকে ওই প্রাচীন বিষ্ণু মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর বর্তমানে মূর্তিটি থানায় রাখা হয়েছে।
সিংড়া থানার কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার(৩১ জানুয়ারি) দুপুরে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল শালিকাপাড়া গ্রামে একটি পুকুর সংস্কার কালে ছাই কালার রংয়ের একটি বিষ্ণু মূর্তি দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ বিষ্ণু মূর্তিটি উদ্ধার করেন।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া প্রাচীন বিষ্ণু মূর্তিটির ওজন ৩২ কেজি। বর্তমানে মূর্তিটি সিংড়া থানায় হেফাজতে রয়েছে।