ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে বিরল প্রজাতির প্রাণী সজারু আটক করেছে এলাকাবাসী। শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রামের সিরাজুল ইসলামের কচু খেত থেকে সজারুটি আটক করা হয়। পরে ইউএনও’র নির্দেশে সজারুটিকে উদ্ধার করে বন বিভাগের লোকজন।
জানা গেছে, সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বাড়ির পাশে কচু চাষ করেন। ওই কচু খেতে প্রবেশ করে কচু নষ্ট করছিল সজারুটি। এদিন এলাকাবাসী কৌশলে কচু খেত থেকে সজারুটি আটক করে।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পাঠিয়ে সজারুটিকে উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, সজারু নিরীহ প্রজাতির বিরল প্রাণি। এই প্রাণিটিকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে পরবর্তী ব্যবস্থা নিবেন বন বিভাগের কর্মকর্তাগণ।