শেখ আবদুল্লাহ,
আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি:
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। আগামী ১০ জুলাই পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ উৎসব পবিত্র ঈদুল আযহা।
আয়েশ করে মাংস খেতে খেতে হঠাৎ হাড়ে কামড় লেগে দাঁতে চিড়/ফাটল ধরা, ভেঙে যাওয়ার ঘটনা কুরবানির মৌসুমে অহরহই ঘটতে দেখা যায়। যাঁদের দাঁত আগে থেকেই গর্ত হয়ে বা আংশিক ভেঙে আছে, অবহেলা করে চিকিৎসা নেওয়া হয়নি, এমন দাঁত ভেঙে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। ভেঙে যাওয়া পরবর্তী যন্ত্রণা কেমন তীব্র হবে, তা নির্ভর করে কতখানি ভেঙেছে, তার ওপর।
অধিক পরিমাণে শক্ত হাড়, মাংস চিবানোর ফলে temporomandibular joint (নিচের চোয়ালের সাথে কানের সংযোগস্থল) এ displacement ঘটতে পারে, ব্যথা অনুভূত হতে পারে।
পরামর্শ-
ধীরস্থিরভাবে পরিমিত পরিমাণ খাবার খাওয়া, খাবারের একটি বড় টুকরোর বদলে ছোট কয়েকটি টুকরো বেছে নেওয়া TMJ এর ওপর চাপ কিছুটা কমাতে পারে।
দাঁতে কোনও সমস্যা থাকলে যত দ্রুত সম্ভব রেজিস্টার্ড (বিডিএস) ডেন্টাল সার্জনের কাছে গিয়ে চিকিৎসা করিয়ে নেওয়া উচিত। অবহেলার ফল কখনওই ভাল হয় না।
ডাঃ আহসানউদ্দিন আহমদ চৌধুরী
বিডিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ),পিজিটি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
দাঁত ও মুখগহবর রোগ বিশেষজ্ঞ ও সার্জন।
বিভাগীয় ইনচার্জ, ডেন্টাল ইউনিট,
ইসলামী ব্যাংক হাসপাতাল, চট্টগ্রাম (এক্স)
চেম্বার :-
ডা.আহসান ডেন্টাল সার্জারী
চেম্বার:-১-
দি ল্যাব এইড ডায়াগনোসিস সেন্টার
চাতরী চৌমুহনী, আনোয়ারা
ফোন-০১৮৫৬০০৫৬৫০,০১৭৮৯৭৩৯৮৬৭
ডা.আহসান ওরোডেন্টাল সার্জারী পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।