মোঃ মাহমুদুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত ও অকশন বাজার চালুর দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ এপ্রিল) তেতুলিয়ায় উপজেলা চা চাষিবৃন্দ তেতুলিয়ায় শহরের তেঁতুলতলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। এসময় চা চাষিরা বলেন পঞ্চগড়ের চা কারখানা মালিকদের সিন্ডিকেটে চরম দুর্ভোগ পড়েছে চাষিরা।
কারখানার মালিকরা বার বার সিন্ডিকেট করে চা পাতার দাম কমাচ্ছে। যেখানে সার কীটনাশক সহ অন্য প্রয়োজনীয় পন্যের দাম বাড়ছে ষেখানে চা পাতার দাম কমিয়ে দেওয়া হচ্ছে। একদিকে চা পাতার দাম কমানো হচ্ছে আবার ২০% চা কেঁটে নেওয়া হচ্ছে। এতে আমরা লোকসান গুনছি। চা শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করা ও একটি অকশন মার্কেট স্থাপনের দাবি জানান। মানববন্ধনে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক ক্ষুদ্র চা চাষিরা অংশ নেয়।
এসময় কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, কারখানা থেকে রাতের অন্ধকারে অবৈধ ভাবে চা বিক্রি বন্ধ করতে হবে। ভেজাল চা অকশন মার্কেটে পাঠানো হয় এবং ভালো চা রাতের অন্ধকারে অবৈধ ভাবে বিক্রি করে যার ফলে চার প্রকৃত দাম পাওয়া যায় না।
এসময় কৃষক লীগের পঞ্চগড় জেলার আহবায়ক জনাব আজিজার রহমান আজু, সদস্য সচিব কৃষক লীগের সদস্য সচিব মাসুদ করিম, চা শ্রমিক সমিতির সভাপতি আতাউর রহমান, কৃষক নেতা রেয়াজুল ইসলাম মোল্লাসহ স্থানীয় চা চাষিরা উপস্থিত ছিলেন।