আলাউদ্দিন আদন পাবনাঃ
গেল রাতে পাবনা সুজানগর থানায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি আব্দুল হান্নানের এর নেতৃত্বে সুজানগর পৌর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ আশিক নামে (২৭) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে ৮০৩ (আটশত তিন) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলে জব্দ করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিল।
আসামীর বিরুদ্ধে সুজানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।