আশিকুর রহমান শান্ত
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ ভোলা জেলা ভলিবল লীগ ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে ভোলার প্রাচীনতম বিদ্যাপীঠ বাংলা স্কুল মাঠে মুজিব শতবর্ষ ভোলা জেলা ভলিবল লীগে জাকির স্মৃতি সংঘ ও আবু স্মৃতি সংঘ এর মাঝে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মুজিব শতবর্ষ ভোলা জেলা ভলিবল লীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহাম্মদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদ (অপরাধ ও তদন্ত) বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটনসহ প্রমুখ।
আবু স্মৃতি সংঘ ভলিবল দল বনাম জাকির স্মৃতি সংঘ ভলিবল দল এর মধ্যে এ মনোমুদ্ধকর ফাইনাল খেলাটি দেখতে প্রচুর সংখ্যক দর্শক ভিড় জমান। খেলায় আবু স্মৃতি সংঘ কে ৩-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জাকির স্মৃতি সংঘ।
খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ বিপুল কুমার পাল ও নাজমুল হাসান। ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মুজিব শতবর্ষ ভোলা জেলা ভলিবল লীগে’র খেলায় ক, খ, গ এবং ঘ চারটি গ্রুপে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে।
সমগ্র খেলায় ধারাভাষ্যকার হিসেবে খেলায় সঞ্চালনা করেন সঙ্গীত শিল্পী বাঁধন তালুকদার।