মেহেদী রিয়াজ, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ ট্রাভেলস এর ধাক্কায় এক বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুবরণ করা কে কেন্দ্র করে আবার উত্তপ্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সময় রাত ৮:৫০ এ নারায়নগঞ্জ ট্রাভেলস এর একটি বাস এর ধাক্কায় “মাইশা ফউজিয়া মিম” নামক ১২ ব্যাচের ঢাকা আজিমপুর নিবাসী এক শিক্ষার্থী মৃত্যুবরন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্ররা সড়ক অবরোধ করেন এবং সুষ্ঠ বিচারের দাবি করেন এবং ৮দফা পেশ করেন এবং বাসটিতে অগ্নি সংযোগ করেন।
দাবির মধ্যে উল্লেখযোগ্য : সুষ্ঠু বিচার এবং জরিমানা দাবি, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় ট্রাফিক ফোর্স এর দাবি। এসময় শিক্ষার্থীরা হিরন পয়েন্ট এর নাম পরিবর্তন করে শহীদ মাইশা চত্তর নাম ঘোষণা করেন। আজ রাত ১:৪৫ পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন এবং আগামীকাল সকাল ১০ টা থেকে আবার অবরোধ কর্মসূচি চালুর ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।
শিক্ষার্থীরা আরো জানান, তাদের দাবি যদি না মানা হয় তাহলে কালকে থেকে তারা কঠোর কর্মসূচি উত্থাপন করবেন। আন্ত- পরিবহনসহ সকল ধরনের জেলা পরিবহন বন্ধ করে দেবে। আগামীকাল সকাল ১০ ঘটিকা থেকে কোন ধরনের পরিবহন ঢাকা – পটুয়াখালী রুটে চলাচল করবে না।
শিক্ষার্থীদের কাছে তাদের দাবি জানতে চাইলে তারা সেটা এখন জানাতে অনিচ্ছা প্রকাশ করেন। আগামীকালকে তারা তাদের ৮ দফা দাবি প্রকাশ করবে এবং তাদের দাবি আরও বাড়তে পারে যাতে এরকমের দুর্ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে সামনে না হতে পারে।
ববির এক শিক্ষার্থী এরকম দুর্ঘটনায় তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। যারা এ ধরনের গাড়ী চালক তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি পাস সহ সঠিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে সঠিক পদ্ধতি অবলম্বন করে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার অনুরোধ জানান বিআরটিএ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।
এই দুর্ঘটনার খবর পেয়ে উক্ত স্থানে উপস্থিত হন বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের শান্ত থাকার জন্য অনুরোধ করেন। যাতে যানবাহনের যাত্রীদের ভোগান্তিতে না পড়তে হয়। রাত ১:৪৫মিনিটের সময় পরিস্থিতি শান্ত হলে ঢাকা পটুয়াখালী মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।