মুলাদী প্রতিনিধিঃ
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা-ইলিশ সংরক্ষন অভিযান-২০২৪ বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা ও ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ করে মুলাদী উপজেলা সিনিয়র মৎস অফিস।
গতকাল সকাল ১০টায় মুলাদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভা ও বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস অধিদপ্তর এর প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ, জেলা মৎ কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, মুলাদী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আলম, খুদ্র মৎসজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসরাইল পন্ডিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল মীর, মুলাদী উপজেলা খুদ্র মৎস সমিতির সভাপতি সায়লা সারমিন মিমু, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মোতালেব হোসেন, মুলাদী মৎস অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎসদল সভাপতি আবুল কালাম মাঝি প্রমুখ।
এসময় মুলাদী উপজেলার ৬৪ জন নিবন্ধিত জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়। মৎস জীবিদের পক্ষে বক্তব্য রাখেন, বাকির সিকদার, আঃ ছত্তার।