বরিশাল জেলা, কাজিরহাট থানার ভঙ্গা, কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতির কর্তৃক লাঞ্ছিত। ২৮ এপ্রিল রবিবার বিকেলে বহিরাগতরা দীর্ঘ সময় পর্যন্ত বিদ্যালয়ের চতুর্দিকে ঘোরাফেরা করতে দেখা যায়, এরপরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে এবং তাকে মারধর করে বলে জানা যায়।
ঘটনার সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকের কাছে সভাপতি জানতে চায় এড হোক কমিটি কখন করবেন, প্রধান শিক্ষক জানায়, এড হোক কমিটি করতে হলে বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নীতিমালা অনুযায়ী করতে হবে তাতে অনেক সময়ের প্রয়োজন, এভাবে কথায় কাটাকাটি চলতে থাকে সভাপতির সাথে, এমতাবস্থায় সভাপতির ভাইয়ের ছেলে এসে প্রধান শিক্ষকের উপর চরাও হয় এলোপাথাড়ি কিল ঘুষি শুরু করে, সভাপতির উপস্থিতিতে।
সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিষয়টি অত্যন্ত নেককারজনক বিকে হাই স্কুল ঐতিহ্যবাহি বিদ্যালয়ের জন্য লজ্জাজনক। এতে বিদ্যালয়ের সন্মান ক্ষুন্ন হয়েছে। হেড মাস্টার সাহেব সত্যি যদি কোন অপরাধ করে থাকেন, তবে তার বিরুদ্ধে বিদ্যালয়ের উর্দতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা যেত এবং ব্যবস্থা নিতে পারতেন। মারামারির ঘটনা দুঃখ জনক বটে। তারা আইনের সাহায্য নিয়ে থানায় অভিযোগ করতে পারতেন তবে এ ধরনের মারধোর কখনো কোনদিনই কোন সমস্যার সমাধান করতে পারে না। এটা কাম্য নয়, আমরা ব্যথিত, এ ঘটনা নিয়ে এলাকা বাসী হতাশ।
এ ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে আলাপ করলে তিনি ঘটনার সততা স্বীকার এবং তিনি আরো বলেন, আমি আমার নীতিমালার বাইরে কোন কথা বলিনি, বিভিন্নভাবে হুংকার দিয়ে সভাপতির ভাতিজা স্কুলের মাঠ থেকে চলে যান, প্রধান শিক্ষক আরো জানান তাকে প্রাণ নাসেরও হুমকি দেয়, যদি তিনি কখনো কাউকে বলে এবং কোথাও কোন মামলা করে। বিষয়টি সভাপতি আব্দুস সালাম কবিরের সাথে আলাপ করতে চাইলে তাকে তার মুঠোফোনে পাওয়া যায়নি, কয়েকবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ করেনি। বিষয়টি স্থানীয় সাধারণ জনগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করছে।