কাওছার মাহমুদ, সোনাগাজী প্রতিনিধি।
ফেনী জেলা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে, বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন ও ১ৃ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সোনাগাজী সাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছাগলনাইয়া পৌরসভা একাদশ বনাম পরশুরাম পৌরসভা একাদশের মধ্যে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।খেলায় ছাগলনাইয়া একাদশকে পরশুরাম পৌরসভা একাদশ ২-০ গোলে পরাজিত করে।
এতে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডঃ রফিকুল ইসলাম খোকন।বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) সাইফুল ইসলাম, সোনাগাজী মোঃ সাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীনসহ সাংবাদিক ও জনসাধারণ।