স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের নলডাঙ্গায় এক মেয়েকে ইভটিজিং ও উত্ত্যক্ত করার অভিযোগে মিরাজুল ইসলাম অপু (২০) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার (২০ মার্চ) বিকালে উপজেলার লক্ষীকোল গ্রামে এ ঘটনা ঘটে।
https://youtu.be/Ez-ub39FeIQ
ওই যুবক উপজেলার লক্ষীকোল গ্রামের বদরউদ্দিনের ছেলে মিরাজুল ইসলাম অপু।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ওই যুবক এক মেয়েকে ইভটিজিং ও উত্ত্যক্ত করে আসছিল। পরে রোববার বেলা ১১টার দিকে ওই মেয়ে কলেজে গেলে অভিযুক্ত ছেলে কলেজে অবস্থান নেয়। এসময় ওই মেয়েকে ইভটিজিং ও উত্ত্যক্ত করে। পরে ওই মেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি ফোনে জানায়। তৎক্ষনিক ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে ওই যুবকে আটক করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সুকুময় সরকার ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে রোববার দুপুরে ওই অভিযুক্ত যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, পিপরুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কলিম উদ্দিন কলি, এস আই মোশাররফ হোসেনসহ অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার সুকুময় সরকার বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে অভিযুক্ত যুবককে আটক করা হয়। পরে অভিযোগের বিষয়টি ওই যুবক স্বীকার করায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।